গাজীপুরঃ গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বিকেল ২টা ৫০ মিনিটে গ্রামবাংলানিউজকে তিনি করোনা পজিটিভ হওয়ার সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেছেন, নগরবাসীসহ দেশবাসীর নিকট আমি দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে জনসেবা করার সুযোগ দেন।
এর আগে গতরাতে মেয়র অসুস্থ অনুভব করলে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। আজ বিকেলে তিনি করোনা পজিটিভ বলে জানান।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র। ২০১৩ সালের প্রথম নির্বাচনে বিএনপির অধ্যাপক এম এ মান্নান মেয়র নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম মেয়র হন। জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পর গাজীপুর মহানগরের চিত্র পাল্টে যায়। মহানগরের উন্নয়নে দিন-রাত পরিশ্রম করছেন তিনি। এ ছাড়া হাজার হাজার মানুষকে নিজ হাতে অনুূদান দেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে কোন মেয়র দৈনিক ২০ ঘন্টা কাজ করেন এমন উদাহরণ সৃষ্টি করেছেন মেয়র জাহাঙ্গীর।
গাজীপুর মহানগরবাসীর অভিভাবক ও নগর পিতা করোনাকে উপেক্ষা করে জনসমক্ষে অধিকাংশ সময় জনতার ভীড়ে থেকে সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তাই নগরবাসী ইতোমধ্যে মেয়র জাহাঙ্গীর আলমের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়েজন করছেন।