খুলনায় খালেদাকে হুকুমের আসামি করে মামলা

Slider জাতীয়

57702_khaleda

খুলনার ফুলতলা উপজেলায় বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনাসহ ৫৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরো ৬০/৭০ জনকে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির  বলেন, খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ফুলতলা থানায় মামলা করা হয়েছে।

ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ ৬০/৭০ জনকে আসামি করে মামলাটি করেন। এই মামলায় এরই মধ্যে ইউপি সদস্য আখতার হোসেনসহ সাত জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফুলতলার দামোদর প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। ওইদিন গভীর রাতে মামলাটি হলেও জানা যায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *