ভিক্ষুক ধরে দিলে ৫০০ টাকা পুরস্কার।

Slider সারাবিশ্ব

17800534_303

 

 

 

 

 

 

 

 

 

 

ভিক্ষুকমুক্ত করতে ভারতের হায়দরাবাদের কর্তৃপক্ষ চালু করেছে এক অভিনয় পদ্ধতি।  আর ভিক্ষুকমুক্ত করতে এমনই অভিনব উপায় বের করেছে তেলেঙ্গানা কারা কর্তৃপক্ষ। শুধু ভিক্ষুককে চিনে নিয়ে কর্তৃপক্ষকে খবর দিলেই হবে। হাতে চলে আসবে ৫০০ টাকা।

তেলেঙ্গানা কারা কর্তৃপক্ষের ডিজি ভিকে সিং জানিয়েছেন, ‘‌রাস্তায় ভিক্ষুেের সন্ধান পেলেই আমাদের খবর দিন। পরেরদিনই পেয়ে যাবেন ৫০০ টাকা। আমরা ভিক্ষুকদের শিক্ষা ও কাজের ব্যবস্থা করব। শহরে ৬টি নতুন পেট্রল পাম্প ও আয়ুর্বেদ চিকিৎসালয় তৈরি হচ্ছে। আমরা সেখানে ভিক্ষুকদের কাজের ব্যবস্থা করব। যারা অশিক্ষিত তাদের আনন্দ আশ্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’‌

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ও প্রশাসনের সহযোগিতায় এখন পর্যন্ত শহরের ৭৪১ জন পুরুষ ভিক্ষুক, ৩১১ জন নারী ভিক্ষুককে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে অবশ্য ৪৭৬ জন পুরুষ ও ২৪১ জন নারী ভিক্ষুককে প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে আর ভিক্ষাবৃত্তি করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *