রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশী সংস্থার ভূয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক এবং বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা (আইপিসি) কে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারী পরিচালক এএসপি মো. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশী সংস্থার ভূয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগ্রেডিয়ার জেনারেল ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়দানকারী ইশরাত রফিক ঈশিতা (আইপিসি) কে তার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এই বিষয়ে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।