খোকাকে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Slider টপ নিউজ
006_118175_0
নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় পলাতক বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ তিন জনকে আদালতে হাজির হতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ নির্দেশ দেন।
আগামী ২৯ মার্চের মধ্যে খোকাকে আদালতে হাজির হতে এবং তিনি হাজির না হলে তার অনুপস্থিতিতেই মামলার বিচার কাজ শুরু হবে বলে জানিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
মামলার অপর দুই আসামি হলেন-তরিকুল ইসলাম ঝন্টু ও শাহজালাল।
এ ছাড়া পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ২৯ মার্চ আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২১ অক্টোবর মামলার ২৩ আসামির মধ্যে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত।
পলাতক অপর আসামিরা হলেন-হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আবদুল কাইয়ুম ও আবদুল আলীম।
বুধবার মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল ইসলাম নিরবসহ মামলার চার আসামির পক্ষে সময়ের আবেদন জানানো হয়। এ সময় ১০ আসামি আদালতে হাজির ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা পরস্পরের যোগসাজশে বোমা হামলা ঘটায়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানার এসআই রাজু আহমেদ সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *