মন্ত্রিসভায় রদবদল: ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ

Slider ফুলজান বিবির বাংলা


একযোগে পদত্যাগ করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রীসহ মোট ৯ মন্ত্রী। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরণের রদ বদল হতে চলেছে। এর আগে পদত্যাগ করেছেন বর্তমান মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়া ও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও। পশ্চিমবঙ্গ রাজ্যের দেবশ্রী চৌধুরিও নারী ও শিশুকল্যান প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের আরেক নেতা বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও নিজের পদ ছেড়েছেন। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধনের পদত্যাগ নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। গত মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বড় ধরণের সংকটে পড়েছিল ভারত।
এতে স্পষ্ট হয়ে উঠেছিল দেশটির স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। বহু বছর পর ফের ভারত বাধ্য হয়েছিল বিদেশ থেকে ত্রাণ নিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের এতটাই বাইরে চলে গিয়েছিল যে এক দিনে ৪ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন দেশটিতে। উত্তরপ্রদেশের নদীতে ভাসতে দেখা গিয়েছে মৃতদেহ। এছাড়া ভ্যাকসিন ঘাটতি নিয়েও দেশে হাহাকার দেখা গেছে। এই পরিস্থিতিতে সব মহলেই নিন্দার মুখে পড়তে হয় মোদি সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *