পুরো বাড়ী জুড়ে
ব্যালকনিটা আমার খুব পছন্দের
যেখানে আমি রোজ বসি।
কখনো দূঃখ,কখনো বেদনা
আবার কখনো আমোদের হিসেব কষি।
একদিন দেখি টবে সদ্য অংকুরিত এক বীজ
আমার প্রিয় বেলী’ গাছটা গা ঘেষে।
মনে করার চেষ্টা করলাম এ বীজ কিসের ?
ভাবছি, তো ভেবেই চলেছি-
হঠাৎ মনে পড়ল কদিন আগে
খেলেছিলাম ধুতরার বীজ নিয়ে
এ যে তারই চারা !
গাছটায় জল দেব, না উপড়ে ফেলব
এ ভাবনা আমায় নিত্য করছে তাড়া।