রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ঘরের খুটির সঙ্গে বেঁধে পাষবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বপম নামের এক যুবকের বিরুদ্ধে।
অভিযুক্ত মো. খলিলুর রহমান উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মঙ্গলবার (২২ জুন) ভোর সকাল পাঁচটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার গলদাপাড়া গ্রামের স্বপনের স্ত্রী এক বছর আগে খলিলুর রহমানের কাছ থেকে ১ লাখ টাকা ঋন নেয়। আর এই ঋনের টাকা ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিও থেকে স্বপনের নামে দেয়া হয়েছিল যা সম্পুর্ন ও-ই নারী কিস্তিতে পরিশোধ করে আসছে। মঙ্গলবার ভোর সকাল পাঁচ টার দিকে ও-ই নারীর বাসায় গিয়ে টাকা পাবে বলে দাবী করে স্বপন। এক পর্যায়ে ও-ই নারীকে ঘর থেকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে ঘরের খুটির সাথে বেঁধে মারধোর করে।
পরে ঐ নারীর স্বজন জাতীয় সেবা সুরক্ষা নাম্বার- ৯৯৯ এ পুলিশের সহযোগিতা চাইলে এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন,ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।