সৈকতে বরিসের কাঁধে বাইডেনের হাত, কি কথা তাহার সনে?

Slider সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছেন। বাইডেন বুধবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র দেশ যুক্তরাজ্যে পৌঁছান। এই সফরের আগে বাইডেন পরিষ্কার করে জানিয়েছেন, ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র দেশের সঙ্গে দেশটির সম্পর্ক টানাপোড়েন অবস্থায় ছিল, তাদের সাথে সম্পর্ক জোরদার করাই তার মূল উদ্দেশ্য।

সফরের দ্বিতীয় দিন বাইডেন একটি ছবি পোস্ট করেছেন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম। ছবিতে দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশের নীচে সৈকতে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে বাইডেন। ছবির রহস্যও উন্মোচন করেছেন বাইডেন। লিখেছেনঃ

“যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যকার বিশেষ সম্পর্ক আগের তুলনায় এখন আরও বেশি দৃঢ়। প্রধানমন্ত্রী জনসন, আমাকে আতিথেয়তার জন্য আপনাকে ধন্যবাদ।”

ছবিটি ঘিরে অনেকেই অনেক মন্তব্য করেছেন। লরেন নামের একজন লিখেছেন, ট্রাম্পের আমলে দুই দেশের সম্পর্কে যে চিঁড় ধরেছিল, তা মিটলো বলে…। অন্যদিকে লুইসের মন্তব্য, ট্রাম্প নেই ঠিক আছে।
কিন্তু বরিসতো ‘ব্রিটিশ ট্রাম্প’। আর ডেভিডের প্রশ্ন, সৈকতে কি কথা তাহার সনে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *