গফরগাঁওয়ে অনলাইনে জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

Slider গ্রাম বাংলা

মোঃইসমাঈল হোসেন (মাস্টার) ২১ মে শুক্রবারঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নে ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে ক্যাসিনো প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা ও জুয়া ব্যবসা পরিচালনা করার অভিযোগে একজন এডমিন ও তার ৬ সহযোগিকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জয়ধরখালী গ্রামের আঃ বারেকের ছেলে হাবিবুল্লাহ (২৮) ও তার সহযোগি পাইথল গ্রামের মোঃ ইকবাল আহমেদ (২১), জয়ধরখালি গ্রামের আনিছুর (১৮), গয়েশপুর গ্রামের রানা মিয়া (১৮), বড়বড়াই গ্রামের মোঃ রবিন (১৭), পাইথল গ্রামের রাজিব মিয়া (১৯), জয়ধরখালি গ্রামের আরিফুল ইসলাম।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৮টি মোবাইল, চার্জার, বিভিন্ন ডিভাইস, অনলাইন ক্যাসিনোর হিসাবের খাতা উদ্ধার করা হয়।

শনিবার (২২ মে) পাগলা থানার এসআই রফিকুল ইসলাম এ ঘটনায় বাদি হয়ে পাগলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পাগলা থানা পুলিশ আটককৃত ৭ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে ময়ময়সিংহ জেলা আদালতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *