‘অবরোধে ঢাকার বাইরের পরিস্থিতি মারাত্মক’

জাতীয়

62756_muh

বিএনপি নেতৃত্বাধীন বিশ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কমসূচিতে ঢাকার বাইরের জেলাগুলোর পরিস্থিতি মারাত্মক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, হরতাল-অবরোধের ফলে ঢাকায় হয়তো কিছু বোঝা যায় না। কিন্তু রাজধানীর বাইরের জেলাগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলন শেষে তিনি এ কথা বলেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতির উত্তরণ কবে হবে এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, নো বডি নোউজ। অবরোধে সড়ক সচলে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের ফলে অতিরিক্ত বরাদ্ধ দেয়া লাগছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে। তবে কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ দেয়া হচ্ছে, তা এখনই বলব না।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অদ্ভুত দেশ, চাইলেই হরতাল-অবরোধ হয়। তবে এর মধ্যেও মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) ৬ শতাংশের ওপর থাকছে। এসময় তিনি সচেতন ব্যক্তিদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *