গাইবান্ধায় বাসে পেট্রলবোমায় দগ্ধ আরও দুইজন মারা গেছেন। এক ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা সোনাভান ও ছেলে সুজন। শনিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়ালো ৬ জনে। এদিকে দগ্ধ ২১ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশী পাহারায় গাইবান্ধা থেকে নাপা পরিববহন ৫০ যাত্রী নিয়ে ঢাকা দিকে যাচ্ছিল। বাসটি গাইবান্ধার তুলশিঘাট এলাকায় আসলে দুর্বৃত্তদের পেট্রলবোমা ছোড়। এতে দগ্ধসহ আহত হন অন্তত ৪০ জন।