ঢাকাঃ রাশিয়ার কাজান শহরের একটি স্কুলে বন্দুক হামলায় ৮ শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে রাজধানী মস্কো থেকে ৮২০ কিলোমিটার পূর্বে। প্রাপ্ত তথ্যে বলা হচ্ছে, হামলা চালিয়েছে দু’অস্ত্রধারী। এর মধ্যে একজনের বয়স ১৭ বছর। তাকে আটক করা হয়েছে। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দ্বিতীয় হামলাকারীর কি হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। উল্লেখ্য, তাতারস্তানের মুসলিমপ্রধান এলাকা কাজান।
ঘটনার পর ওই স্কুলের বাইরে সশস্ত্র পুলিশের এবং জরুরি বিভাগের যানবাহন দেখা গেছে। প্রথমদিকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলির হাত থেকে বাঁচতে কিছু শিশু স্কুলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মরক্ষার চেষ্টা করছে।