রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের কৃষক মোশারফ মিয়ার আড়াই বিঘা জমির ধান কেটে দিয়েছেন কৃষকলীগের নেতাকর্মীরা।
শনিবার (০১ মে) বেলা ১১টায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা রুমানা আলী টুসি জেলা ও উপজেলা কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দেন। এসময় উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি কৃষক মোশারফ মিয়া। তিনি জানান, কৃষিই তার আয়ের প্রধান উৎস। বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জাতের শাক-সবজি ও ধান চাষ করেই তার সংসার। সরকার ঘোষিত লকডাউনে আয় হারিয়ে চরম দুর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে তাকে। এমন সময় তার আড়াই বিঘার জমির ধান পেকে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। পারিবারিক অস্বচ্ছলতার কারণে ধান কাটার শ্রমিক সংকট ও দাম বেশি থাকায় তিনি ধান কাটতে ব্যবস্থা করতে পারছিলেন না। প্রতিবেশী ও নিকটাত্মীয়দের কাছে টাকা ধার চেয়েও পাননি। তার এমন অসহায়ত্বের কথা লোক মুখে শুনে স্থানীয় কৃষকলীগ নেতারা উপজেলা পর্যায়ের কৃষকলীগ নেতাদের জানালে তারা কৃষক মোশরফের আড়াই বিঘা জমির ধান কেটে দেয়ার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আইনুল হাসান, গাজীপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান নুর মো: ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু প্রমুখ।