রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক; করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায়। যখন দেশে চলমান কঠোর লকডাউন ঠিক তখনই কৃষকের সোনালী ধান পাকতে শুরু করেছে। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের বর্গাচাষী দুলাল মিয়া শ্রমিক সংকটের কারণে ধান কেটতে পারছিলেন না। এমন সংবাদে ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে দেন। কৃষক দুলাল মিয়া জানান, ক্ষেতের ধান পেঁকেছে। কখন কালবৈশাখী ঝড় এসে সবকিছুল লণ্ডভণ্ড করে দেয়। এনিয়ে বিপদে ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে ধানগুলো কেটে দিয়েছেন। শ্রমিক খরচও বেঁচেছে, ফসলও রক্ষা হয়েছে। মানবিক ছাত্রলীগকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ছাত্রলীগ নেতা সুলতানা সিরাজ বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া সংঘঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষক দুলাল মিয়ার ধান কেটে দিয়েছি।