করোনা প্রতিরোধে দিনাজপুরে রাস্তায় নেমেছেন নারী বাইকাররা

Slider নারী ও শিশু


দিনাজপুর: করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করছেন একদল অগ্রগামী নারী। এছাড়াও তারা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এবং উৎসাহিত করতে মাস্ক পরিহিতদের লাল গোলাপ শুভেচ্ছাও জানাচ্ছেন।

আর প্রতিদিনই এসব কাজ করছেন দিনাজপুর শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় এই অগ্রগামী দলের নারীদের গড়া দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এসব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি এবং মাস্ক পরাকে উৎসাহিত করছে। ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী।

সংগঠনটির সভাপতি লায়লা আরজু মান্দ বানু জানায়, সচেতনতাই পারে করোনাভাইরাস থেকে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বাড়ির বাইরে হলেই মাস্ক পরে বের হতে হবে সকলকে। এটুকুই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নেমেছি।

এ দলে আরও আছেন ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী ও রেবেকা মাসুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *