অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার অধিকার : যুক্তরাষ্ট্র

Slider জাতীয়

যুক্তরাষ্ট্র বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসন সুস্থ গণতন্ত্রের ভিত্তি। যা সবার অধিকার। আজ শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কথা বলা হয়।

এতে বলা হয়, সাধারণ মানুষ ও বেসরকারি সংস্থাগুলো সর্বত্র প্রাণবন্ত গণতন্ত্রের মূলনীতিকে রক্ষা করে। নাগরিকদের সমালোচনামূলক ভূমিকা ও বহুত্ববাদী সুশীল সমাজ সম্পর্কে এ প্রত্যয়ই মানবাধিকার রক্ষাকারীদের বিষয়ে জাতিসংঘের ঘোষণার পেছনে প্রেরণা।

১৯৯৮ সালে সাধারণ পরিষদে সবার ঐকমত্য দ্বারা গৃহীত ঘোষণায় বলা হয়েছে, ব্যক্তিগতভাবে ও অন্যদের সঙ্গে সম্মিলিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মানবাধিকার, মৌলিক স্বাধীনতার সুরক্ষা ও সুরক্ষা প্রচারের প্রত্যেকেরই অধিকার আছে। প্রতিশোধের ভয় ছাড়াই মানবাধিকার প্রচারের জন্য প্রতিটি দেশে জনগণকে স্বাধীন হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেমন বলেছেন, কোনো গণতন্ত্র নিখুঁত নয় এবং কোনো গণতন্ত্র কখনো চূড়ান্ত নয়। প্রতিটি বাধা ভাঙা, দৃঢ়প্রতিজ্ঞ, অবিরাম পরিশ্রমের ফলেই অর্জন আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *