পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কেন্দ্রে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার একটি পাঁচ তারকা হোটেলে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম (দলীয় প্রতীক) পতাকা তুলে নেন শ্রাবন্তী। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ অনেক পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে।
বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার নতুন পথ চলা শুরু হলো। আমি আপ্লুত, মোদিজিকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ। সোনার বাংলা গড়ার পাশাপাশি সমগ্র দেশের জন্য কিছু করতে চাই।’
প্রসঙ্গত, অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেত্রী। তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। তাহলে হঠাৎ কেন বিজেপিতে যোগ দিলেন এমন এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘মোহভঙ্গের কোনও বিষয় নেই।
তবে মনে করছি বিজেপিই প্রকৃত পরিবর্তন আনতে পারে। তাই মোদিজির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম।’
কোন কেন্দ্র থেকে ভোটে প্রার্থী হতে পারেন তার জবাবে শ্রাবন্তী বলেন, ‘এ ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ্য, ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী বাংলাদেশেও বেশ জনপ্রিয়। যৌথ প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতেও।