রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার দায়ে আরিফুল খান নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ ভবনে পরিচালিত আদালতে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
দণ্ডাদেশ পাওয়া আরিফুল খান (৩২) গাজীপুরের শ্রীপুরের দমদমা গ্ৰামের ওসমান খানের ছেলে।স্থানীয় লোকজন ও আদালত সূত্র জানায়, অভিযুক্ত আরিফুল খান দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। তাঁকে এর আগে কয়েকবার মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল।
সম্প্রতি দমদমা এলাকায় একটি মাদ্রাসার এক ছাত্রীকে বিভিন্ন স্থানে ইভটিজিং শুরু করেন আরিফুল খান। ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকের কাছে জানায়। পরে তাকে সতর্ক করা হলেও তিনি ইভটিজিং অব্যাহত রাখেন।
একপর্যায়ে পরিবার পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়। সর্বশেষ মঙ্গলবার দুপুরে ইভটিজিং করাকালীন অভিভাবকের পক্ষ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
একপর্যায়ে তাকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় দেওয়া হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আতাহার শাকিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে শাস্তি দেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আতাহার শাকিল বলেন, আরিফুল ছাত্রীকে ইভটিজিং করেছিলেন। পরে অভিযোগের তদন্ত এবং সাক্ষীদের তথ্য পর্যালোচনার ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়।