বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুকে আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আজ রোবাবর রাত ৭টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। আটকের পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওবায়েদুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে কথা বলতে চেয়েছেন, এজন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেন নি ওই কর্মকর্তা।