রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স বিলকিস আক্তারের দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। (৭ ফেব্রুয়ারী রোববার সকালে) গাজীপুর- ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসের সবুজ আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামছুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা মোস্তারী, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রনয় ভূষণ দাস, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুল, যুগ্ন আহবায়ক মো. হুমায়ুন কবির হিমু, বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদকর্মীগণ।
এসময় স্থানীয় সাংসদ বলেন, এই ভ্যাকসিন কার্যক্রম দেখে সারাদেশের সকল শ্রেণী পেশার মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে উৎসাহ পাবে। তিনি আরোও বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল মানুষকে ভ্যাকসিন কর্যক্রমের আওতায় আনা হবে।
অপরদিকে বেলা ১২ টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনা নিবাসের লেভেল টু হাসপাতালে লে.কর্ণেল নুরুজ্জামানের দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার মধ্যে দিয়ে সেনা নিবাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম পরিদর্শনে এসে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মো.ইকবাল হোসেন সবুজ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন মানব দেহের সুরক্ষার জন্যই তৈরি করা হয়েছে। এখানে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। এসময় উপস্থিত ছিলেন, মেজর জেনারেল শেখ পাশা মুহাম্মদ হাবিব উদ্দিন, আব্দুল কাইয়ুম মোল্লাহ্, ব্রি.গ্রিডিয়ার জেনারেল আবু নুর মুহাম্মদ শরীফুল ইসলামসহ সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।