পাকিস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ৩৬

Slider জাতীয় সারাবিশ্ব

43681_pk

 

ঢাকা; পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান ছিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বুধবার বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত কাউকে এখনও পাওয়া যায়নি। রেডিও পাকিস্তানের বরাতে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ডন জানিয়েছে, পিকে-৬৬১ নামে বিমানটি হেভেলিয়ানে অবস্থিত পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির কাছে পাতোলা গ্রামে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪২ জন যাত্রী, ৫ ক্রু ও ১ জন ইঞ্জিনিয়ার ছিলেন। স্থানীয় একজন কর্মকর্তা ডনকে জানান, বিমান জ্বলে পুড়ে গেছে। কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই। যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের অনেককে চেনা যাচ্ছে না। চিত্রাল বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, পাকিস্তানের তারকা রকস্টার ও পরে ধর্মপ্রচারক বনে যাওয়া জুনায়েদ জামশেদ, তার পরিবার ও ডেপুটি কমিশনার উমার ওয়ারাইচ বিমানটিতে ছিলেন। যাত্রীদের মধ্যে ৩১ জন পুরুষ, নয়জন নারী ও ২ জন শিশু। এদের তিনজন বিদেশী নাগরিক।
বৈশ্বিক বিমান চলাচল পর্যবেক্ষক সংস্থা এভিয়েশন হেরাল্ড জানিয়েছে, পিকে ৬৬১ অ্যাবোটাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে। কারণ হিসেবে ইঞ্জিনের সমস্যার কথা উল্লেখ করা হয়। ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে ও সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে বিমানটি চিত্রাই থেকে রওনা দেয়। ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টা ৪০-এ এর অবতরণের কথা ছিল। এদিকে পিআইএ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ১০ বছর পুরোনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *