গ্রাম বাংলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অন্ধ্রপ্রদেশের একটি আদালত।
তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, তিনি একটি বিজ্ঞাপনের মাধ্যমে ধর্মীয় চেতনায় আঘাত হেনেছেন। তাকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালতে হাজির হওয়ার জন্য তিনবার সমন পাঠানো হলেও তিনি একবারও হাজির হননি। মঙ্গলবার ছিল মামলাটির শুনানির দিন। ধোনি এতে হাজির না হলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১৬ জুলাই তাকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
তবে ধোনি এখন ভারতে নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে তিনি এখন সেখানে রয়েছেন।
২০১৩ সালে বিজনেস টুডে নামের একটি সর্বভারতীয় ম্যাগাজিনে প্রচ্ছদে ধোনির ওই ছবিটি ছাপা হয়েছিল। তাতে ভারত অধিনায়ক বিষ্ণুর বেশে বিভিন্ন কোম্পানির পণ্য, এমনকি হাতে জুতা নিয়েও ছবি তোলেন। এই ছবির তলায় লেখা ছিল ‘গড অফ বিগ ডিলস’। এরপর বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে বিক্ষোভ হয়। আদালতে মামলা করা হয় ধোনির বিরুদ্ধে।
অন্ধ্রপ্রদেশের আদালতে মামলাটি করেন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) স্থানীয় নেতা ওয়াই শ্যাম সুন্দর। গত ফেব্রুয়ারিতে তিনি আদালতে বলেন, ধোনি ওই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দু দেবতার মর্যাদাহানি করেছেন।
এছাড়া দিল্লি, পুনেসহ বিভিন্ন শহরেও ধোনির বিরুদ্ধে মামলা হয়েছে।
সূত্র : জি নিউজ ও টাইমস অব ইন্ডিয়া।