কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে নিহত ১০

Slider সারাবিশ্ব

 

2016_03_31_15_34_57_4J1InLj6bTjm9pKmJBKbwsrEgAhEwK_original

 

 

 

 

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও আরো বহু হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকা পড়েছে বহু মানুষ। ব্যস্ত সময়ে এটি ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতার প্রাণকেন্দ্র গনেশ টকির কাছে বাগবাজারের এলাকায় বিবেকানন্দ নামের ওই সেতুটি ভেঙে পড়ে। এটি ভেঙে পড়ার খেবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল ও সেনাবাহিনী। তারা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এলাকার লোকজনও তাদের সঙ্গে হাত মিলিয়েছে। এ ঘটনায় গোটা শহরের যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ‘সাড়ে ১২টা নাগাদ বোমা ফাটার মতো আওয়াজ শুনতে পাই। কিছু বুঝে ওঠার আগেই দেখি চোখের সামনে আস্ত একটা উড়ালপুল ভেঙে পড়ছে।’ ওই ফ্লাইওভারের একাংশ একটি গাড়ির উপরে ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া অংশের নীচে বহু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আনন্দবাজার পত্রিকাটি বলছে, ভেঙে পড়া ব্রিজের তলায় কমপক্ষে ২শ জন আটকা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *