রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: কিন্ডারগার্টেন স্কুল খুলে দেয়ার দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মকর্তারা।
বুধবার (৩ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন তারা এ দাবি জানান। সভায় ১৪ ফেব্রুয়ারির পর স্কুল বন্ধের সময় না বাড়িয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবি জানিয়েছেন
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, হারুন অর রশিদ ফরাজী, শামীম আহমেদ, শওকত ওসমান সেলিম, রাশিদুল ইসলাম, আবু সাঈদ, আরিফুল ইসলাম, ফাইজ উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা দেশের নাগরিক, দেশে শিক্ষিত নাগরিক গড়ে তোলার জন্য ভুমিকা রাখতে কাজ করি। কিন্তু করোনা কালের ১০মাস স্কুল বন্ধ থাকায় আমরা কি অবস্থায় আছি, খেয়ে না খেয়ে জীবন যাপন করছি, কেউ আমাদের খোঁজ খবর নেয়নি। এছাড়াও শিক্ষার্থীরা আমরা শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছি। সরকার বিভিন্ন সময় স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েও পুনরায় ছুটি বাড়িয়েছে। এতে আশাহত হয়েছে দেশের কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা। তাই আগামী ১৪তারিখের পর বিদ্যালয়ের ছুটি না বাড়িয়ে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরী করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।