ঢাকা: নামী-দামী বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইলফোন বিক্রির অভিযোগে রাজধানীর বনানী সুপার মার্কেট ও তৎসংলগ্ন এলাকার বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটি পরিদর্শক দল।
বনানী পুলিশের সহযোগিতায় এ অভিযানে বেশ কয়েকটি বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইলফোন সনাক্ত পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হয়।
মোবাইলফোনসহ অন্যান্য বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, বাজারজাত, বিক্রয় ও বিতরণ বন্ধে বিটিআরসি হতে অভিযান চলমান থাকবে। গ্রাহককে মোবাইলফোনের বৈধতা যাচাইপূর্বক ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও অবৈধ ও অনুমোদনবিহীন যেকোন ধরণের মোবাইলফোন ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।