সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ের লাল মাটির টিলা কাটার অপরাধের দায়ে আবু বকর সিদ্দিক নামক একজন মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, “ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের মলাজানি নামক এলাকায় পাহাড়ের লাল মাটির টিলা কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আর এ সময় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে জুগিয়াটেংগর গ্রামের মাটি ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (৪০) নামের ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনি আর অবৈধভাবে পাহাড়ের লাল মাটি কাটবেন না বলে মুচলেকাও প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”