ভগ্নীপতির হাতে শ্যালক হত্যা এর প্রধান আসামী গ্রেফতার।

Slider গ্রাম বাংলা

গত ২১/১২/২০২০ইং তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ১৭নং ওয়ার্ড যোগীতলা সাকিনস্থ বারী প্রফেসরের মাকের্টের পিছনে ফাঁকা মাঠের মধ্যে একটি অজ্ঞাতনামা লাশ বাসন থানা কর্তৃক উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তির সাহায্যে মৃতের পরিচয় পাওয়া যায়, মোঃ রানা (১৬), পিতা-আবুল কাশেম প্রমানিক, সাং-রামচন্দ্রপুর, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া। পরবর্তীতে জানা যায় যে, মৃত রানা বগুড়া হতে দুই সপ্তাহ আগে তার বোনের বাসা মোগরখাল (সাইফুলের বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর বেড়াতে আসে এবং চাকুরীর সন্ধানের জন্য অবস্থান করে। তার ভাই, বোনসহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার ভগ্নিপতি মোঃ শাহার আলী প্রকাশ সোহান (২৮), পিতা-আঃ জলিল মন্ডল , সাং-গোয়ালবাতান, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া এর সাথে মৃতের পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ আছে। উক্ত সূত্রানুযায়ী তার ভগ্নিপতি সোহান’কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যার দায় স্বীকার করে এবং তার দেখানো মতে মৃতের ব্যবহৃত মোবাইল ফোন সোহানের বাসা হতে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান জানায় যে, সে তার শ^শুর অর্থাৎ মৃতের বাবার নিকট পাওনা দশ হাজার টাকা না পাওয়ায় এবং এক বছর পূর্বে শ^শুর বাড়িতে ডেকে নিয়ে জনি ও মৃত রানা কর্তৃক মারপিট করা সহ বিভিন্ন দ্বন্ধের কারনে পরিকল্পিত ভাবে মৃত রানাকে হত্যা করে।

এই বিষয়ে বাসন থানার মামলা নং ২৯, তারিখ-২২/১২/২০২০ খ্রিঃ ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *