ঢাকা: জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে সদরের পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে আসে। এটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাসটি পুরানাপৈল রেলগেটে ওঠে পড়ে। এ সময় ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়।
ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হন ১০ জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।