মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের জয়দেবপুরে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর জেলার জয়দেবপুর থানার শ্মশানঘাট ও লক্ষ্মীপুরা এলাকায়, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন” ২০১৮ অনুযায়ী, একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড এবং অপর দুইজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্যাটেলিয়ন আনসার সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন।