ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর মহানগরীর ভাদুন গ্রাম থেকে প্রতারনার সময় বাংলা ভিশন টিভি’র স্টিকার লাগানো মাইক্রোবাস ( ঢাকা-মেট্রো চ-১১-৫৬১৬) গাড়ী ও চালক সহ দুই মহিলা প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
এ ব্যাপারে বাংলা ভিশনের গাজীপুর প্রতিনিধি মীর ফারুক বাংলানউজকে বলেছেন, আটককৃতরা প্রতারক। তারা বাংলাভিশনের কেউ না।
পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) মোবারক হোসেন জানান, সোমবার দুপুর ২টার দিকে একটি মাইক্রোবাস নিয়ে ওই প্রতারক মহিলাদ্বয় ভাদুন গ্রামের প্রবাসি আফজাল সরকারের বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে বলে যে, আমি আপনার স্বামীর সাথে সৌদিতে থাকি।“ ভাবী, আমার কাছে বেশকিছু সৌদি রিয়াল আছে কিন্তু এগুলো ভাঙাতে পারতেছিনা তাই এক্ষনে কিছু নগদ টাকার দরকার, আমাকে ২৫ হাজার টাকা দেন। আর রিয়াল ভাঙানোর ব্যবস্থা করেন। প্রতারক মহিলার কথাবার্তা সন্দেহ হলে, বাড়ীর গৃহকর্ত্রী তার স্বামীকে ফোন করেন এবং তার স্বামী এই মহিলাকে চেনেনা বলে জানান। পরে মহিলাদের গতিবিধি আরো সন্দেহজনক মনে হলে প্রতিবেশীরা দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় পূবাইল ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পূবাইল ফাঁড়ির এ এস আই শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ ও তাদের তল্লাশি করে প্রতারক শারমিন আক্তার তানু (৩৫)’র নিকট থেকে ৪৯ হাজার ৫’শ টাকা, ১ হাজার রিয়াল, ৩টা স¦র্ণের চেইন, ২০টি মোবাইল সিম ও একটি খেলনা পিস্তল সহ সহযোগি প্রতারক দুলালি (২২) ও চালক রিপন সহ আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
সন্ধ্যা ৭টায়এই রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের জয়দেবপুর থানায় চালানের প্রক্রিয়া চলছিল। প্রতারক চক্রের হোতা শারমিন আক্তার তানু নরসিংদী জেলার শিবপুর উপজেলার মানিকদি গ্রামের মৃত হাছান মিয়ার কন্যা। অপর প্রতারক দুলালী গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের এলাকার বাংলাবাজার, গজারিয়াপাড়ার জনৈক ফজলু’র স্ত্রী এবং তারা দু’জনেই বর্তমানে রাজেন্দ্রপুরে থাকে।