বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাড়িতে একা পেয়ে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, পৌর এলাকার মাহমুদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২০) ও একই গ্রামের এনামুল হকের ছেলে সুমন আহমেদ এস্তামুল (২৪)।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, পৌর এলাকার মাহমুদপুর গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীকে বখাটে নাহিদ ইসলাম (২০) উত্যক্ত করে আসছিল।
শুক্রবার রাত ৮টার দিকে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নাহিদ তার বন্ধুকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীকে মুখচেপে ধরে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় নাহিদের বন্ধু সুমন পাহারায় ছিল।
ছাত্রীর গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন এলে বখাটেরা পালিয়ে যায়।
শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে। শনিবার ভোরে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।