গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে
কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রিয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
সোমবার(২৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার পর ঢাকা কেন্দ্রিয় কারাগার
পার্ট-২ কাশিমপুর থেকে তাকে ঢাকা কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রিয় কারাগার পার্ট-২ কাশিমপুরের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর
কবির সংবাদটি নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার ঢাকার আদালতে তার
মামলার হাজিরা থাকায় আদালতের নিকটবর্তি কারাগারে তাকে স্থানান্তর করা
হয়েছে।