ঢাকা: কারা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার বিকালে তিনি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
গত ২৩শে সেপ্টেম্বর ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনকে কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে ৮ই অক্টোবর তিনি দায়িত্ব বুঝে নেন। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।