ইসমাইল হোসেন মাষ্টার,গাজীপুর: আভ্যন্তরীন উত্তেজনা নিরসনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় গাজীপুর মহানগর ও জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন উপজেলা কমািটির দ্বন্ধ কোন্দল কতটুকু সমাধান হয়েছে, তা নিয়ে আলোচনা- সমালোচনার অবসান হয়নি।
আজ বিকেলে গাজীপুর শহরে শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামে গাজীপুর জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ১৬ মিনিটের বক্তব্য দেন আওয়ামীলীগের সাথারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা পরিচালনা করেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাথারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।
সভায় কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে স্থানীয় এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।
এমপিদের মধ্যো মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি ছিলেন ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক গাজীপুর সিটি মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দূর্জয়, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও মেয়র সহ অনেক নেতারা উপস্খিত হন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আগে ইকবাল হোসেন সবুজের বাসায় নেতৃবৃন্ধ দুপুরের খাবার খান।
সভার দ্বিতীয় পর্ব এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।
এ দিকে সভা চলাকালে গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিবদমান দুই গ্রুপ এবং শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপ ভেতরে ও বাইরে নিজ নিজ নেতাদের নাম বলে কিছুক্ষন পর পর শ্লোগান দেয়। বিশেষ গুরুত্বপূর্ন এই সভায় সাংবাদিকদের আমন্ত্রন জানালেও ভেতরে থাকতে দেয়া হয়নি।