এবার বিমান চালাবেন সৌদি নারীরা!

Slider সারাবিশ্ব

কিছুদিন আগে গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন সৌদি নারীরা। এবার বিমান চালানোর অনুমতি পেলেন তারা।সৌদি আরবের পাঁচজন নারীকে পাইলট হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা (জিএসিএ)।

মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের জেনারেল অথরিটি (জিএসিএ) ওই পাঁচ নারীকে লাইসেন্স প্রদান করেছে। বিমান পরিবহন খাতে সৌদি নারীদের ক্ষমতায়নের অংশ হিসেবে সৌদি বিমান সংস্থা (জিএসিএ) এ উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি সৌদি বিমান সংস্থায় বিপুল সংখ্যক নারী কর্মকর্তা যোগ দিয়েছেন যারা কারিগরি সেবা প্রদান করবেন।

প্রসঙ্গত, সৌদি আরবে ২০১৪ সালে হানাদি আল-হিনদি নামে এক নারীকে বিমান চালানোর লাইসেন্স দেয়া হয়েছিল। তিনি সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালের মালিকানাধীন হোল্ডিং কোম্পানির নিজস্ব বিমান চালাতেন।

সূত্র: সৌদি গ্যাজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *