সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি : সম্প্রতি বহুল আলোচিত নোয়াখালীতে বর্বরোচিত নারী নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে সকল ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে মধুপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজকে মঙ্গলবার (৬ ই অক্টোবর) বিকাল ৪ টায় মধুপুর বাসষ্ট্যান্ডে আনারস চত্বরে ছাত্র সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মানববন্ধনে মধুপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আজ দেশের নারীরা কোনো জায়গায় নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে, ভ্রমণের সময় যানবাহনেও নারীরা যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছে। নারীরা তাহলে কিভাবে চলবে সরকার তাদের কতটুকু নিপাত্তা দিয়েছে?”
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পোস্টার ও প্ল্যাকার্ড ছিল। এদের মধ্যে ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড’, ‘নারীদের নিরাপত্তা দাও রাষ্ট্র’’ প্রভৃতি উল্লেখ্যযোগ্য।
উল্লেখ্য যে, শিক্ষার্থীরা মানববন্ধনে ৭ দফা দাবীও পেশ করেছেন।