রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর শুক্রবার বিকেলে পৌর এলাকায় অবস্থিত প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি এসএম মাহফুজুল হক হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান।
এসময় অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.কে.এম আবুল খায়ের, আব্দুল ছালাম রানা (৭১ টেলিভিশন),এম এম ফারুক (দৈনিক ইত্তেফাক) আব্দুল লতিফ ( দৈনিক আমাদের সময়), কবির সরকার (এশিয়ান টেলিভিশন) নজরুল ইসলাম মাহবুব(দৈনিক নয়া দিগন্ত) ফজলে মুমিন আকন্দ (দৈনিক আমাদের নতুন সময়) ইজাজ আহমেদ মিলন (দৈনিক সমকাল) মো. রাতুল মন্ডল (দৈনিক দেশকাল) শেখ সামছুল হক খোকা (গাজীপুর সংবাদ) রেজাউল করিম সোহাগ (বাংলাদেশের খবর) আলফাজ সরকার আকাশ (দৈনিক যায়যায়দিন) জুনায়েদ আকন্দ(সরেজমিন বার্তা) নূরে আলম (দৈনিক বাংলাদেশ বুলেটিন) সহ সকল সদস্যবৃন্দ।