দেশে করোনাভাইরাস সংক্রমণ মহামারির মধ্যে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই’র চেয়ারম্যান আবদুুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
করোনাকালে নিম্নমানের সাধারণ মাস্ককে ‘এন-৯৫ মাস্ক’ লিখে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) সরবরাহ করে আলোচনায় এসেছে জেএমআই হসপিটাল রিকুয়েস্টিং ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সাধারণ মাস্কের প্যাকেটে এন-৯৫ মাস্ক লেখায় জেএমআইকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল সিএমএসডি। প্রতিষ্ঠানটি যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কেন এই কোম্পানির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য লিখিত ব্যাখ্যা চায় সিএমএসডি।
গত ১০ই জুন থেকে দুদক কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে।