হাটহাজারী (চট্টগ্রাম): হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর পরবর্তী আমির কে হবেন তা কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শুক্রবার মধ্য রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন তিনি। হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান তিনি।
আল্লামা শফীর মৃত্যুর পর সংগঠনের কার্যক্রমে কোন প্রভাব পড়বে কেনা এমন প্রশ্নের জবাবে
জুনায়েদ বাবুনগরী বলেন, ’অভাবতো কিছু হবেই। ওনার মতো তো আর মানুষ পাওয়া যাবে না। আমার দায়িত্ব হলো এখন কাউন্সিল ডাকা। কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে ওটাই হবে।’