গাজীপুর জুয়ার আদলে লটারী বন্ধ

Slider গ্রাম বাংলা

23472855_10211911222950714_5374772046476961731_n

 

 

 

 

 

 

গাজীপুর অফিস: আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলার নামে জুয়ার আদলে কথিত লটারী বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক।

রোববার রাতে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এই নির্দেশ দেন।

রোববার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, পুরো  ঢালা সাজিয়ে লটারীর টিকিট বিক্রি করছে শিল্প ও বানিজ্য মেলা কর্তৃপক্ষ।  পুরস্কারের লোভ দেখিয়ে জুয়ার আদলে লটারী সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রভাব ফেলে। বিষয়টি সর্বমহলে সমালোচনার ঝড় উঠে। গনদাবির মুখে জেলা প্রশাসক ওই সিদ্ধান্ত নেন।

সাধারণ মানুষ বলছেন, নিম্ন আয়ের মানুষ সারাদিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করেন, তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য তারা সকল উপার্জন দিয়ে লটারীর টিকিট ক্রয় করেন। ফলে পরিবারের দেখা দেয় অশান্তি। এ নিয়ে নিম্ন আয়ের মানুষেরা পারিবারিক ঝগড়া কলহে জড়িয়ে পড়ছেন।

এদিকে দীর্ঘ দিন ধরে চলমান গাজীপুর জেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর এখন বন্ধ হয়েছে। বাঘেরবাজারে জুয়ার আসরে দুই জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হওয়ার পর জুয়া বন্ধ হয়। এর আগে জেলা প্রশাসন জুয়ার প্যান্ডেলে আগুন দিলেও কিছুক্ষন পর আবার জুয়া শুরু হয়। অবশেষে দুই জনের প্রাণের বিনিময়ে বন্ধ হল জুয়া খেলা।

অভিজ্ঞ মহল মনে করেন, জুয়াকে না বলে দিতে হবে। কোন সময় যেন জুয়া চলতে না পারে সেজন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *