নরসিংদী: নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে ২ মহিলা সহ ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২ জন। এ ঘটনায় জড়িত থাকায় বাদল মিয়া নামে এক জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে শিবপুর উপজেলার কুমরাদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাদলের স্ত্রী নাজমা (৪৫), তাইজুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মনোয়ারা (৫০)। এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে পারিবারিক কলহের জেরে বাদল মিয়া ও তার স্ত্রী নাজমার সাথে ঝগড়া হয়। তাদের ঝগড়া থামাতে আসে বাড়ীর মালিক তাইজুল ইসলামের স্ত্রী মনোয়ারা। এক পর্যায়ে বাদল তার স্ত্রীকে ছুরিকাঘাত করে।
তাকে বাঁচাতে গেলে বাড়ীওয়ালার স্ত্রী মনোয়ারা বাঁচাতে গেলে সেও ছুরিকাঘাত হয়ে মারা যায়। এ নিয়ে দু’পরিবারের মধ্যে সংর্ঘষ বাধলে ছুরিকাঘাত হয়ে মারা যায় তাইজুল ইসলাম ও নাজমা। এতে আহত হয় তাইজুল ইসলামের মেয়ে কুলসুম (১৮) ও বাদলের ছেলে (অজ্ঞাত)। এ ঘটনায় জড়িত থাকায় আটক করে বাদল মিয়া নামে এক জনকে শিবপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত ৩ জনকে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।