পানিতে ডুবে একদিনে ১১ শিশুর মৃত্যু

Slider জাতীয় নারী ও শিশু


ঢাকা: সোমবার দেশের বিভিন্ন জেলায় পানিতে ডুবে অন্তত ১১ শিশু মারা গেছে। টাঙ্গাইল, পটুয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়, ঢাকা ও শেরপুরে এইসব শিশু মারা গেছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভাই-বোন এবং মির্জাপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের ট্রাক চালক লাভলু তরফদারের মেয়ে খুশি (৪), টাঙ্গাইল সদরের বেতবাড়ী গ্রামের এনজিওকর্মী আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)এবং মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া গ্রামের নওশাদ হোসেন (১৩) পানিতে ডুবে মারা যায়।

পটুয়াখালির বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে বাড়ির সামনের পুকুরে মারা গেছে তিন শিশু। এরা হলো মাহফুজা বেগম (১৫), মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)। এর মধ্যে ওই গ্রামের মোখলেচুর রহমানের মেয়ে মরিয়ম ও মারিয়া আপন দুই বোন এবং আব্দুর রাজ্জাক খানের মেয়ে মাহফুজা তাদের চাচাত বোন।

কুমিল্লার হোমনার আছাদপুর ইউনিয়নের খোদেদাউপুর গ্রামে দিঘীতে ডুবে ২ শিশু মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়।

ঢাকার ধামরাইয়ে বন্যার পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে বাড়ির পাশে বন্যার পানিতে শিশুটি ডুবে যায়। শেরপুরের ঝিনাইগাতীতে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *