আমার একজন তুমি চাই….
যে তুমি কে জড়িয়ে ধরে চিৎকার করে বলবো
আমি ভালো নেই বড্ড কস্টে আছি…
আমার একজন তুমি চাই….
যে তুমির বুকে মাথা রেখে বলতে চাই
আমি নির্ঘুম রাত জেগে বড্ড ক্লান্ত
এখন একটু শান্তি তে ঘুমাতে চাই…..
আমি একটা তুমি চাই যে
তুমি কে বলবো চলো আমরা হারিয়ে যাই
সব দুঃখ কে ভুলে আমি আবার বাচতে চাই….
আমার একজন তুমি চাই….
যে তুমি কে নিয়ে আমি পৃথিবী ঘুরে দেখতে চাই….
আমার একজন তুমি চাই যে তুমির মুখে আমি ভালোবাসার হাসি হাসতে চাই….
আমার একজন তুমি চাই যে তুমি কে নিয়ে হাজার বছর বেচে থাকার সপ্ন দেখতে চাই ….
কিন্তু সেই তুমি…
কোন তুমি…??
কেমন তুমি…!!
আমি কি পাবো না সেই তুমির দেখা……???
লেখক: শিলা ভুইয়া বৃষ্টি