প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Slider বিনোদন ও মিডিয়া

60093_m

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগের একটি মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও একজন ফটো সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে ঝালকাঠির একটি আদালত। জেলার সিনিয়র বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান বুধবার এ আদেশ দেন। আগামী ১৮ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আইনজীবী মো. গণি আমিন বাকলাই গত ৯ই অক্টোবর কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও আলোকচিত্রী মজিদ খানের বিরুদ্ধে এ মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ই নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। পরে দুই দফায় ১১ই ডিসেম্বর ও ১৮ই জানুয়ারি আসামিদের হাজির হতে আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *