হজে যাওয়া ১৭ হাজার মুসল্লিকে গ্রেপ্তার সৌদির

Slider সারাবিশ্ব

সৌদি আরবের নিরাপত্তা কর্মীরা গত শুক্রবার পর্যন্ত দেশটিতে হজে যাওয়া ১৭ হাজারের বেশি মুসল্লিকে গ্রেপ্তার করেছে। সৌদি প্রেস এজেন্সি গতকাল শনিবার জানিয়েছে, তাদের হজ করার অনুমতি ছিল না।

সৌদির পাবলিক সিকিউরিটি ডিরেক্টর এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মেদ আল-বাসামি বলেন, মোটে ১৭ হাজার ৬১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনার দায়ে ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আল-বাসামি জানান, হজের অনুমতিপত্র না থাকায় ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া মক্কা ও পবিত্র স্থানে প্রবেশের লাইসেনে নেই এমন ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পারমিট না থাকা হজযাত্রীদের পরিবহনকারী ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেটের অধীনে প্রশাসনিক কমিটিতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *