গাজীপুর: করোনার উপসর্গ থাকায় হাসপাতালে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় সুন্থতাবোধ করেছিলেন গাজীপুরের সিনিয়র সাংবাদিক রেজাউল বারী বাবুল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার বলছে,রিপোর্ট ভুল হতে পারে। তাই উন্নত চিকিৎকার জন্য ঢাকায় নেয়া উচিত।
গতকাল রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বাবুলকে দেখে ডাক্তার এই পরামর্শ দেন। তাই আজ তাকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত: সাংবাদিক রেজাউল বারী বাবুল গাজীপুরে প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশায় সুনামের সাথে কাজ করছেন। তিনি বিভিন্ন সময় প্রেসক্লাবের গুরুত্বপূর্ন পদে ছিলেন। সাংবাদিক বাবুলের সুস্থতা কামনায় গাজীপুরের সর্বস্তরের সাংবাদিক আল্লাহর রহমত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।