ঢাকা: নির্ধারিত তিনদিনের বাইরে ঈদুল আজহার ছুটি বাড়ানো হচ্ছে না। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। এছাড়া ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে হবে বলেও জানান তিনি।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১লা আগস্ট (শনিবার) ঈদুল আজহা হলে ৩১শে জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ছুটি থাকবে। তবে ৩১শে জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১লা আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।