হরতাল-অবরোধের মধ্যে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সহিংসতাকারী, গাড়িতে অগ্নিসংযোগকারী, হাতবোমা ও পেট্রলবোমা নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে। দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রী জানান, নিরাপত্তার কারণে ইন্টারনেটে যোগাযোগের পাঁচটি মাধ্যম বন্ধ করা হয়েছে।