মনোয়ার হোসেন রনি
গ্রাম বাংলা ডেস্ক: ২১ জুন। ১৯৯৮ সাল। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি অঘটনের সাক্ষী হন অগণিত ভক্ত। ২০ বছর পর বিশ্বকাপে ফিরে এশিয়ার মুখ উজ্জ্বল করে ইরান। দুর্দান্ত ফুটবল খেলে তারা হারিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে। মেগা আসরে এটিই ছিল তাদের প্রথম জয়। বিশ্বকাপে ওই স্মরণীয় অর্জনের ১৬ বছর পূর্তির দিন গতকাল আরেকটি অঘটন জন্ম দেয়ার একেবারে কাছাকাছি গিয়েও ব্যর্থ হলো ইরান। ব্রাজিলের বেলো হরিজন্তে এশিয়ার দেশটির ৯০ মিনিটের দুর্দান্ত নৈপুণ্য শিহরণ বইয়ে দিলো হাজারো ভক্তের শরীরে। কিন্তু এক ঝটকায় ইরানের সব পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত করে দিলেন একজন ফুটবলার! অনেকের কাছে তার পরিচয় ভিনগ্রহ থেকে আসা মানবরূপী প্রাণী! হালের সেনসেশন লায়নেল মেসি মুহূর্তের ম্যাজিকে একটি দলকে ঠেলে দিলেন দুঃখের সাগরে।
দুর্ভাগ্য ইরানের। ৯০ মিনিট মেসিকে কড়া পাহারায় রেখেও তারা কোনো ফায়দা তুলে নিতে পারলো না। নিশ্চিত ড্র’র দিকে এগোতে থাকা ম্যাচ বল পায়ের জাদুমাখা একটি মুভমেন্টেই বদলে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তার দর্শনীয় গোলেই এফ গ্রুপে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে ইরানকে হারিয়ে দিলো। গ্রুপ পর্বের টানা দ্বিতীয় জয়ে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা নকআউট রাউন্ডেও খেলা নিশ্চিত করল ১ ম্যাচ হাতে রেখে। ইনজুরি টাইমের প্রথম মিনিটে একক প্রচেষ্টায় এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে উৎসবে মাতান মেসি।
ইরানের ডি বক্সের বাইরে বল পেয়ে চমৎকার ড্রিবলিং শেষে বাঁ পায়ের মাপা শটে মেসি গোল করেন। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেতে ব্যর্থ হন পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখানো ইরানের গোলরক্ষক হাজিজি। মেসির মুহূর্তের ম্যাজিকে হৃদয় ভেঙে খান খান হলো ইরানের অগণিত ভক্তের। দলটি মূল্যবান একটি পয়েন্ট অর্জন থেকেও বঞ্চিত হয়। অথচ আর্জেন্টিনাকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নেয়ার মতোই খেলল তারা। অন্তত ১টি পয়েন্ট তাদের প্রাপ্যই ছিল। এমনকি জিততেও পারত তারা!
দুর্দান্ত কিপিং করে আর্জেন্টিনাকে কমপক্ষে তিনটি গোল হজম থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক সার্জিও রোমেরো। তিনি বিরতির সামান্য আগে ঠেকিয়ে দেন হাজি সাফির চমৎকার হেড। দ্বিতীয়ার্ধে গোখানিজাদকে দুইবার গোল বঞ্চিত করেন রোমেরো।
গোলরক্ষকের অসাধারণ দৃঢ়তা প্রদর্শনের ম্যাচ শেষ পর্যন্ত অধিনায়ক মেসি ম্যাজিকেই জিতল আর্জেন্টিনা। দলের প্রথম ম্যাচেও গোল করেন তিনি। ইরানের বিপক্ষে তার
ম্যাচ জয়ী গোলে মানরক্ষাও হয় হ্যাভিয়ের মাসকেরানোর। এই মিডফিল্ডার এদিনই জাতীয় দলের জার্সি গায়ে পূর্ণ করেন ক্যারিয়ারের শততম ম্যাচ। বসনিয়ার পর ইরানকে হারানো আর্জেন্টিনা ৬ পয়েন্ট সংগ্রহ করে নিশ্চিত করল নকআউটে খেলা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নাইজেরিয়ার।